সংযুক্ত আরব আমিরাত তথা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বাংলাদেশি কোম্পানি আল হারামাইন গ্রুপের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল আমিরাতের আজমানে বিশাল এই ইফতার মাহফিলে বিভিন্ন দেশের কূটনীতিক, সাংবাদিক, ব্যবসায়ীসহ প্রায় ৫ হাজার প্রবাসী বাংলাদেশি অংশ নেন৷ ইফতার পূর্ববর্তী বক্তব্যে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, প্রবাসের মাটিতে বিশাল এই ইফতার মাহফিল স্মরণীয় হয়ে থাকবে। একসঙ্গে এতো সংখ্যক প্রবাসী ইফতার করা ভাগ্যের বিষয়। আল হারমাইন পারফিউম কোম্পানি বিশ্বজুড়ে সুনাম অর্জন করার কথাও উল্লেখ করেন।
ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্টদূত আব্দুলাহ আলী আব্দুল্লাহ আল হামোদি। তিনি বৃহৎ এই ইফতার আয়োজনের জন্য হারামাইন পরিবারকে ধন্যবাদ জানান৷
হারামাইন পারফিউম ও হারামাইন গ্রুপের সত্ত্বাধিকারী মাহতাবুর রহমান নাসের সিআইপি বলেন, আজকের ইফতার মাহফিল ৫ হাজার লোকের সমাগম হয়েছে। প্রবাসের মাটিতে এমন একটি আয়োজন করতে পেরে আমি আনন্দিত। প্রবাসীদের নিয়ে এমন আয়োজন করতে পেরে খুবই আনন্দ অনুভব করছি৷
মধ্যপ্রাচ্যে সুগন্ধি তৈরিতে আল হারামাইন পারফিউম অগ্রগামী একটি নাম যা ১৯৭০ সাল থেকে পারফিউম তৈরি করে আসছে। আরব দেশের বিত্তবানদের কাছে দামী হারামাইন পারফিউম প্রথম পছন্দ।
সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, বাংলাদেশ, ইউকে এবং ইউএসএ জুড়ে অসংখ্য দৃষ্টিনন্দন পারফিউম শোরুমের একটি সুগন্ধি নেটওয়ার্ক স্থাপন করে জয় করে নিয়েছে অসংখ্য পারফিউম পছন্দকারীদের হৃদয়। হারামাইন পারফিউম ছাড়াও দেশ বিদেশে রয়েছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান যা হারামাইন গ্রুপের পরিচালনায় চলে আসছে বছরের পর বছর৷