সংযুক্ত আরব আমিরাতে শ্রমিক দলের উদ্যোগে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
সংগঠনের সহ-সভাপতি আমজাদ হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত বিএনপির যুগ্ম সম্পাদক ও শ্রমিক দলের সভাপতি প্রকৌশলী মাহে আলম।
সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ ও সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি সরোবর আলম ভুট্টো, ইউ এ ই বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা শামসুন্নাহার স্বপ্না, ইউএই বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক বাবু নীল রতন দাস, দুবাই বিএনপির সদস্য সচিব মজিবুল হক মঞ্জু, নাসের আহম্মেদ, যুবদলের সিঃযুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, ওবায়দুল্লাহ হারুন, নিজাম উদ্দিন, হোসাইন মোহাম্মদ জাহাঙ্গীর, নুরুল আমিন, মজিবুল হক, মোশাররফ হোসেন রাজু, ইসমাইল হোসেন পিআরও,শহিদুল ইসলাম, কয়েছ আহমেদ,জিয়াউদ্দিন বাবলু,মোহাম্মদ শাহজাহানসহ আরও অনেকে।
এসময় বক্তারা বলেন, ‘সম্প্রতি ঢাকা নিউমার্কেটে ছাত্রলীগ হামলা চালিয়ে শ্রমিকদেএ আহত করেছে। একজন পথচারীকে পিটিয়ে হত্যা করেছেন৷ তাদের চিহ্নিত সন্ত্রাসীর এহেন কাজ করলেও গ্রেফতার হচ্ছেন বিএনপি নেতারা৷’
বক্তারা নিউমার্কেটসহ দেশের সকল শ্রমিক ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি জানান। শ্রমিকদের নিরাপত্তা দিতে না পারায় সরকারের সমালোচনাও করেন বক্তারা৷