বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় পানিতে ডুবে ইয়াসিন নামের চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২০ এপ্রিল দুপুরে উপজেলার ধানসাগর ইউনিয়নের হোগলপাতি গ্রামে ঘটনাটি ঘটে। শিশু ইয়াসিন সৌদিআরব প্রবাসী কবির হোসেন মালের পূত্র। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
নিহতের মা রুমানা আক্তার জানায়, সকাল ১১ টার দিকে শিশু পূত্র ইয়াসিনকে ঘরে রেখে গৃহস্থলির কাজে প্রতিবেশী রতন হাওলাদারের বাড়িতে যান। আধা ঘন্টা পরে ফিরে এসে তাকে না পেয়ে অনেক খোঁজাখুজির পর প্রতিবেশী একই বয়সের এক শিশুর কাছে জিজ্ঞাসা করলে ইয়াসিনকে পুকুরে নামতে দেখেছে বলে সে জানায়। পরে পুকুরে তল্লাশী চালিয়ে শিশুটিকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন জানান, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।