তিমির বনিক,মৌলভীবাজার থেকে: ১৭ এপ্রিল মৌলভীবাজারের বড়লেখার জিম্মি রেস্টুরেন্টের হলরুমে আল-কুরআন ফাউন্ডেশন বড়লেখার আয়োজনে উলামায়ে কেরাম, রাজনীতিবিদ, ব্যবসায়ীদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল মাওলানা কাওসার আহমদের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান হাদীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা লুৎফুর রহমান। প্রধান আলোচক ছিলেন ফুলবাড়ী ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা ইব্রাহিম আলী, বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মাওলানা এনামুল হক, উপদেষ্টা মাওলানা আব্দুল খালিক, উপদেষ্টা এম, এম আতিকুর রহমান।
উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি মাওলানা ফয়জুল বারী, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মনোয়ার হোসেন মাহমুদী, তরুণ সমাজ সেবক খায়রুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ফয়সাল আলম স্বপন, ইউপি সদস্য এনামুল হক, ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান, সাংবাদিক হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন, সেলিম উদ্দিন, মাওলানা আহমদ আলী, মাওলানা মাহফুজ আহমদ, মাওলানা আব্দুল কাইয়ুম প্রমুখ।
মুসলিম উম্মাহর কল্যাণ কামনা ও কারাবন্দী মজলুম উলামায়ে কেরামদের মুক্তির জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রিন্সিপাল মাওলানা ইব্রাহিম আলী।