তিমির বনিক, মৌলভীবাজার থেকে: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ১টি গরু উদ্ধারসহ দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার ব্রাহ্মণবাজার থেকে গরু উদ্ধারসহ দুই চোরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই চোর হলো- উপজেলার লংলা খাস এলাকার নুরুল ইসলাম ও দক্ষিণ হিংগাজিয়ার ফরিদ উদ্দিন। পুলিশ জানায়, গত ১৩ এপ্রিল রাতে টিলাগাঁও ইউপির তারাপাশা চা বাগানের গুটিবাড়ির গোপাল নাইডুর গোয়াল ঘর থেকে অজ্ঞাতনামা চোরেরা একটি গাভী গরু চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনায় গরুর মালিক গোপাল নাইডু বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ চোরাইকৃত গরু উদ্ধারের জন্য বিশেষ টিম তৈরী করে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে ওসি বিনয় ভূষণ রায় এর সার্বিক দিকনির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে বৃহস্পতিবার রাতে এসআই এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া বাজার থেকে চোরাইকৃত গরু উদ্ধারসহ দুই চোরকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, আসামিদের শুক্রবার (১৫ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। গরুর মালিককে তার গরু বুঝিয়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করে জানান ওসি।