![InShot_20220411_193540111](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/04/InShot_20220411_193540111-scaled.jpg)
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ছেলের মারপিটে চান্দেআলী (৭০) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। ঘাতক ছেলেকে পুলিশ গ্রেপ্তার করে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করেন। রবিবার (১০এপ্রিল) দুপুরে উপজেলার ১১নং বহরবুনিয়া ইউনিয়নের কালাচান্দের ধাইড় গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রবিবার দুপুরে চান্দেআলী পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী খাদিজা বেগমকে মারপিট করে। ঘরে ফিরে মাকে মারপিটের ঘটনা শুনে বাবা চান্দে আলীকে ছেলে হিরণ মৃধা (৩০) লোহার রড় দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে তাকে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বাবা চান্দেআলীকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকে ঘাতক ছেলে হিরণ পলাতক থাকার পর ওইদিন সন্ধ্যায় তাকে আটক করে পুলিশ।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, ছেলের মারপিটে বৃদ্ধ বাবা চান্দেআলী নিহত হওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কয়েক ঘণ্টা পর আমরা তাকে আটক করতে সক্ষম হয়েছি। এ ব্যাপারে মৃতের বড় ছেলে বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে । মামলা নম্বর-১৬ তারিখঃ ১১/৪/২২। সোমবার সকালে আসামি হিরণকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়। মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।