কুড়িগ্রাম প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন প্রকল্প এর আওতায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ৮ টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে।রবিবার সকাল ১০ টায় কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে ল্যাপটপগুলো বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাফর আলী। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মোঃ রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক ফারুক, জেলা পরিষদ সদস্য মোঃ একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম জেলা পরিষদের সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মিজানুর রহমান, মোঃ আনোয়ারু কবির উচ্চমান সহকারী, মোঃ মিনহাজুল ইসলাম সাঁটলিপিকার, কে এম গোলাম রব্বানী উচ্চমান সহকারী প্রমুখ।
এসময় বক্তারা বলেন ল্যাপটপ প্রতিষ্ঠানে নিয়ে ফেলে না রেখে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ল্যাপটপ যথাযথ ব্যবহার করার আহবান জানান।