![InShot_20220408_014026682](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/04/InShot_20220408_014026682-scaled.jpg)
নওগাঁর মহাদেবপুর উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে হিজাব পরায় কয়েকজন শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ হয়ে ওই বিদ্যালয়ে হামলা চালিয়েছে স্থানীয়রা।
শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল বুধবার (৬ এপ্রিল) দুপুরের দিকে স্কুলে হিজাব পরে যাওয়ার কারণে লাঠি দিয়ে পিটুনি শুরু করে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা আমোদিনী পাল। এসময় ওই শিক্ষিকা বলেন, স্কুল ড্রেস না পরে আসলে বিদ্যালয়ে ঢুকতে দেয়া হবে না। এরপরই বাড়িতে চলে যায় ৮ম, ৯ম ও ১০ম শ্রেণিতে পড়ুয়া প্রায় ১৮ জন শিক্ষার্থী। ঘটনা জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে চারদিকে। এক পর্যায়ে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলের দিকে ওই বিদ্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযুক্ত শিক্ষিকা আমোদিনী পালের মোবাইল ফোনে দাবি করেন, কোনো ধর্মীয় ইস্যুতে নয়। স্কুল ড্রেস পরে আসতেই কিছুটা শাসন করেছিলেন তিনি। এটিকে ধর্মীয় রঙ লাগানো হচ্ছে বলেও দাবি তার।
এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষেরই অভিযোগ পাননি তারা। অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।