নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ে আগামী ১৪ জুন থেকে সরকারি সকল অফিসে শতভাগ স্টাফের অনুমতি দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৭ মে) দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন রাশেদ আল মাকতুম তাঁর অফিসিয়াল টুইটারে এই তথ্য জানান। টুইটারে আরো বলা হয়, আগামী ৩১ মে থেকে ১৩ জুন পর্যন্ত ৫০ শতাংশ স্টাফ নিয়ে অফিস চালানো হবে এবং ১৪ জুন থেকে তা শতভাগে উত্তীর্ণ হবে।
তবে পূর্বে নির্ধারিত বেসরকারি সকল অফিসে ৩০ শতাংশ স্টাফের অনুমতি রয়েছে।
উল্লেখ্য, আমিরাতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নানা কর্মসূচি পালিত হচ্ছে। এরমধ্যে অফিস আদালতে ৩০ শতাংশ স্টাফ অন্যতম। এছাড়া অফিসে ৬০ বছরের বেশি লোকদের অফিসে যাওয়া নিষিদ্ধ রয়েছে।
Drop your comments: