এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ ” ইলিশ আমাদের জাতীয় মাছ, জাটকা ধরলে সর্বনাশ” এ শ্লোগানে বাগেরহাটের মোরেলগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২২ (৩১মার্চ- ৬ এপ্রিল) এর বর্ণাঢ্য উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে মোরেলগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২২ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা টাস্কফোর্স কমিটির বাস্তবায়নে র্যালি, নৌ- র্যালি, সাতার প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা চত্বর হতে শুরু হওয়া র্যালিটির নেতৃত্ব প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। পরে র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে বেলা ১১ টায় পানগুছি ও বলেশ্বর নদীতে এক বর্ণাঢ্য নৌ-র্যালি অনুষ্ঠিত হয। জেলা মৎস্য কর্মকর্তা এসএম রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও কোস্টগার্ডের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আজম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় নৌ-র্যালিতে নেতৃত্ব দেন।
পরে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও মোরেলগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিণয় রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল, বাগেরহাট জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ বদরুজ্জামান, বাগেরহাট সদর মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী, কচুয়া মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, ফকিরহাট মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, উপজেলা মৎস্যজীবিলীগের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন শেখ।
বক্তারা বলেন, ইলিশ এখন শুধু দেশের সম্পদ নয়, এটা এখন বৈশিক সম্পদ। এই সম্পদ রক্ষার দায়িত্ব সকলের। প্রাকৃতিক বিপর্যয় থেকে আগে আমাদের নদীগুলোকে বাঁচাতে হবে। নদী বাঁচলেই মাছের চলাচল স্বাভাবিক হবে। সরকার অভয়াশ্রমের সময় জেলেদের চাল দিচ্ছেন। জেলেরা ইলিশ সম্পদ রক্ষায় অভায়শ্রমের সময় নদীতে মাছ ধরতে যাবেন না। জাটকা ও মা ইলিশ রক্ষায় সকলে যার যার অবস্থান থেকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।
সভা শেষে সমুদ্রগামী ৫০ টি ট্রলারে দুটি করে লাইফবয়া বিতরণ করা হয়।