এনায়েত করিম রাজিবঃ বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মায়েদের নিয়ে এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
(২৮মার্চ) সোমবার বেলা ১২ টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার কাঠালতলা ৭নং ওয়ার্ড এর কুঠিবাড়ি আশ্রায়ন প্রকল্প চত্বরে জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর বাস্তবায়নে এক বিশেষ সচেতনতামূলক উঠান বৈঠকের আয়োজন করেন।
মো.শহীদুজ্জামান সাবুর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট শাহ-ই- আলম বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো.লিয়াকত আলী খান, মো.শাহজাহান শেখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল,পৌর কাউন্সিলর মো.ওয়ালিউর রহমান সুজন প্রমুখ।