এনায়েত করিম রাজিব, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
‘মুজিব বর্ষের কাবিং, স্বাস্থ্য সুরক্ষা প্রতিদিন- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোরেলগঞ্জে পাঁচ দিনব্যাপী চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরী রবিবার শুরু হয়েছে।
পাঁচ দিনব্যাপী এই কাব ক্যাম্পুরীর উদ্বোধন উপলক্ষে সোমবার (২৮ মার্চ) মোরেলগঞ্জ এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
উপজেলা স্কাউটস্ সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং উপজেলা কাব লিডার তাসনিম আলম মাঞ্জারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউট কমিশনার মোঃ আবু সালেহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ- ই-আলম বাচ্চু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোজাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম প্রমুখ।
পাঁচ দিনব্যাপী এই কাব ক্যাম্পুরীতে মোরেলগঞ্জ উপজেলার ৪২টি প্রাথমিক বিদ্যালয়ের কাব দল অংশগ্রহণ করে। ৩১ মার্চ রাতে মহাতাবু জলসা অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে কাব ক্যাম্পুরি।