তিমির বনিক,মৌলভীবাজার থেকে: মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত করার লক্ষে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বদিউজ্জামানের পরিচালনায় মাদক উদ্ধার ও এক মাদক কারবারি ২শ ইয়াবাসহ আটক করে।
অভিযান পরিচালনাকালে জেলা গোয়েন্দা শাখা কর্তৃক অদ্য রোজ রোববার (২৭ মার্চ) বিকাল অনুমান সাড়ে ৪ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের সোনার বাংলা রোডস্থ এলাকার খোকন মিয়ার বসত ঘরের সামনে থেকে মোঃ ফাহিম হোসেন (২২)কে গ্ৰেফতার করে। কলেজ রোড়ের বাসিন্দা হাজি বিলার মোঃ মকবুল হোসেনের পুত্র ৩নং শ্রীমঙ্গল সদর (ইউপি) শ্রীমঙ্গল। মৌলভীবাজার জেলার বর্তমান বাসস্থান-সোনার বাংলা রোড (৬নং ওয়ার্ড, শ্রীমঙ্গল পৌরসভা) শ্রীমঙ্গল ২শ (দুইশত) পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। আটককৃত ব্যাক্তি দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ বদিউজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আটককৃত ব্যাক্তি একজন পেশাদার মাদক কারবারি। আসামিকে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের মাধ্যমে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার পূর্বক নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়।