যুক্তরাষ্ট্রে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার তিনতলা একটি বাড়ির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতোমধ্যে রেকর্ডপত্রও দুদকের হাতে এসেছে। রোববার (২৭ মার্চ) এমন তথ্য জানিয়েছে দুদক।
সংস্থাটি জানিয়েছে, এস কে সিনহা তার ছোট ভাই অনন্ত কুমার সিনহাকে ব্যবহার করে বাড়ি কেনার অর্থ বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার করেছেন বলে রেকর্ডপত্রে প্রমাণ পাওয়া গেছে। এ দুই ভাইয়ের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে এখনও মামলার অনুমোদন দেয়া হয়নি।
উল্লেখ্য, অর্থ পাচারের অভিযোগে কানাডা, যুক্তরাষ্ট্র, দুবাই, সিংগাপুরসহ বিভিন্ন দেশে সাবেক এই প্রধান বিচারপতির সম্পদের তথ্য জানতে চেয়ে চিঠি দেন দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান। চিঠির জবাবে যুক্তরাষ্ট্র থেকে এস কে সিনহার তিনতলা বাড়ি কেনার রেকর্ডপত্র পায় দুদক।
Drop your comments: