রমজানে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।
আজ রোববার ২০ রমজান পর্যন্ত প্রাথমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
রিটে ২০ রমজান পর্যন্ত প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত বাতিল করতে সরকারকে অনুরোধ করার আহ্বান জানান তিনি।
এ প্রসঙ্গে ইউনুস আলী আকন্দ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বাংলাদেশে প্রতি রমজান মাসে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যগতভাবে বন্ধ রাখা হয় কারণ এর দেশের প্রায় ৯০ শতাংশ নাগরিক মুসলমান। রোজাদার শিক্ষকরা শিক্ষার্থীদের পড়ানোর সময় পুরোপুরি মনোযোগ দিতে পারেন না।’
‘তাছাড়া করোনার সংক্রমণ এখনও শেষ হয়নি। রমজানে শিক্ষার্থীদের মাস্ক পরে স্কুলে যেতে হলে গরমের কারণে তারা অসুস্থ হয়ে পড়তে পারে,’ বলেন তিনি।
হাইকোর্টে রিটের ওপর আগামীকাল সোমবার শুনানি হতে পারে বলে জানান তিনি।