তিমির বনিক,মৌলভীবাজার থেকে: মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ইউসুফপুর এলাকায় মিনি ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মৌলভীবাজার সড়ক ও জনপথের উপ- সহকারি প্রকৌশলী জহির আহমদ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন গাড়ী চালক মাসুদ রানা।
পুলিশ ও স্থানীরা সূত্রে জানা যায়, ২৬ মার্চ শনিবার রাত সাড়ে ১০টার দিকে সওজ প্রকৌশলী জহির আহমদ একটি প্রাইভেট কারে শ্রীমঙ্গল হতে মৌলভীবাজার যাবার পথে মিনি ট্রাকের সাথে সংঘর্ষে হলে ঘটনাস্থলে তিনি মারা যান। এসময় প্রাইভেট কারটি দুমরে মুচরে যায়। গুরুত্বর আহত চালককে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহত সওজ প্রকৌশলীর বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়।
শ্রীমঙ্গল থানা পুলিশের ইন্সপেক্টর হুমায়ূন কবির লাশ উদ্ধার করে নিয়ে যায় তা নিশ্চিত করেন।