আজিজুর রহমান দুলালঃ দেশে খাদ্য দ্রব্যের দাম উর্ধগতি হওয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে দেশে নিম্ন আয়ের ১ কোটি পরিবারের কাছে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রথম দিনে পৌর সভায় ১৫১০ জন এবং সদর ইউনিয়নে ৪৪৫ জনের মাঝে এ পণ্য বিক্রি করা হয়েছে।
রবিবার ২০ মার্চ সকাল ১০টায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সাংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল।
উদ্বোধন কালে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীবের সরকার। তিনি সব সময় গরীব দু:খী মানুষের কথা ভাবেন । যে কারণে তিনি দরিদ্র জনগোষ্ঠীর নিকট পবিত্র রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে পণ্য সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছেন। দেশে ১ কোটি মানুষের ঘরে ঘরে এ পণ্য পৌঁছে দেয়া হবে। এ পণ্য সামগ্রী বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করা হবে। আমরা দুই বারে এ পণ্য সামগ্রী বিতরণ করব। প্রথম পর্যায় আজ থেকে ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল বিক্রি হবে। এছাড়া দ্বিতীয় পর্যায় পবিত্র রমজান মাসের মাঝামাঝি সময়ে ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি ছোলা বিক্রিহবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক, পৌর সভার মেয়র সাইফুর রহমান সাইফার, সহকারী কমিশনার (ভূমি)মো:মহিন উদ্দিন। থানার অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান
পৌর সভার সচিব মেহেদী হাসান। পৌর ভুমি অফিসের তহসিলদার অধির কুমার এবং টিসিবির কর্মকর্তাসহ অনেকে।