
নোয়াখালীর সেনবাগে এক নবজাতকের আকিকা অনুষ্ঠানে টাকা চাওয়ায় তৃতীয় লিঙ্গের একজনের শরীরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে।
পুলিশ জানায় ঘটনাটি বুধবারের। ওইদিন কাদরা ইউনিয়নের নিশানবাগ এলাকায় জহিরুল ইসলামের বাসায় যায় তিন হিজড়া। চুমকির অভিযোগ, আকিকা অনুষ্ঠানে ৫শ টাকা দাবি করলে তাদের ৩শ টাকা দেয়া হয়।
আরও ২শ টাকার জন্য জোর করলে জহিরুলসহ তিনজন তাদের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসী দগ্ধ চুমকিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য পাঠাতে বলেন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হলে অভিযুক্ত জহিরুল, আয়েশা বেগম ও রহিমাকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Drop your comments: