এনায়েত করিম রাজিব, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামীলীগের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল ৩ টায় এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন।
উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এ্যাড.তাজিনুর রহমান পলাশ এর সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক,শরণখোলা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা,এবং মোরেলগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ।
সভায় ইউনিয়ন ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।সভা শেষে সন্ধা ৭ টায় বঙ্গবন্ধুর ১০২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সভা মঞ্চে দলীয় নেতা কর্মী নিয়ে প্রধান অতিথি কেক কাটেন। পরে আমন্ত্রিত শিল্পী বৃন্দের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।