মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে নানান কর্মসূচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় বর্ণাঢ্য র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতে পুষ্প অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১০২ পাউন্ড কেক কাটা হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
এসময় অন্যন্যাদের মধ্যে বক্তব্যে রাখেন শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা থানা অফিসার ইনচার্জ মো. মামুন খান, বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।