দুই দিনের সফরে ঢাকায় এসেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এদিন রাতে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে এ কে আব্দুল মোমেনের দেয়া নৈশভোজনে অংশ নেবেন ফয়সাল বিন ফারহান আল সাউদ।
আগামীকাল বুধবার সকালে ঢাকা-রিয়াদ রাজনৈতিক সংলাপে নেতৃত্ব দিবেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক এই সংলাপে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগসহ বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই করবে দুই দেশ। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন ফয়সাল বিন ফারহান আল সাউদ। বুধবার বিকেলে দেশের উদ্দেশে ফিরে যাবেন তিনি।
Drop your comments: