সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ঐতিহ্যবাহী বৃহত্তর ফরিদপুর সমিতির আত্মপ্রকাশ। শনিবার শারজায় এক আলোচনা সভা থেকে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আহ্বায়ক মোঃ বুলবুল আহম্মেদ মুকুল এনটিভিকে জানান, অরাজনৈতিক ও সমাজ কল্যাণ মূলক এ সমিতি ইউ,এ,ই তে বসবাসরত ফরিদপুর, গোপালগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর ও রাজবাড়ী জেলার প্রবাসীদের সংগঠন। ফরিদপুরে জন্ম নেওয়া হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি যথাযথ শ্রদ্ধা জানানোর লক্ষ্যে আগামী ১৭ই মার্চ তার জন্মদিনে এ সমিতির প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
মোহাম্মদ বুলবুল আহমেদ মুকুলের সভাপতিত্বে ও খোন্দকার মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত বৃহত্তর ফরিদপুরের প্রবাসীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অত্যন্ত আন্তরিকতার সহিত আলোচনায় অংশ নেন লেঃ কাজী গুলশান আরা (অবঃ), জুলফিকার হায়দার খান, মোস্তাফিজুর রহমান, এইচ এম শওকত আলী মোল্ল্যা, মোঃ সরফরাজ খান, মোঃ মোকাদ্দাস হোসেন, মোঃ শহীদুল ইসলাম, মোঃ ফখরুল আলম, মোঃ মিজানুর রহমান সাঈদ প্রমুখ।
এ সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে বৃহত্তর ফরিদপুর সমিতি প্রতিষ্ঠা করা হয়।
বৃহত্তর ফরিদপুর সমিতির ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সদস্যদবৃন্দ হলেনঃ-
আহ্বায়ক – মোঃ বুলবুল আহম্মেদ মুকুল (গোপালগঞ্জ)
যুগ্ম আহ্বায়ক-১- খোন্দকার মিজানুর রহমান মামুন (ফরিদপুর)
যুগ্ম আহ্বায়ক-২ – মোস্তাফিজুর রহমান (গোপালগঞ্জ)
যুগ্ম আহ্বায়ক -৩ -এইচ এম শওকত আলী মোল্ল্যা (শরীয়তপুর)
যুগ্ম আহ্বায়ক -৪ – মোঃ মোকাদ্দাস হোসেন ( মাদারীপুর )
যুগ্ম আহ্বায়ক -৫ – মোঃ সরফরাজ খান (রাজবাড়ী)
সদস্যবৃন্দঃ
১) জুলফিকার হায়দার খান
২) আক্তারুজ্জামান টুকু
৩) নজরুল ইসলাম খান
৪) মোঃ মিজানুর রহমান সাঈদ
৫) মোঃ শহীদুল ইসলাম
৬) মোঃ ফখরুল আলম
৭) মামুনুর রশিদ
৮) তপন কুমার দাস উত্তম
৯) সোনিয়া সামিয়া
১০) শরীফ সোহরাব হোসাইন
১১) আলমা আকবর
১২) উজ্জল কুমার চক্রবর্তী
১৩) মোঃ মনোয়ার হোসাইন গাজী
১৪) আবুল বাসার
১৫) মোঃ হানিফ ফকির