বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস সহশিক্ষক-কর্মচারীদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমাবার বেলা ১২ টায় কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস।তিনি বলেন, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ও ২০১৮ সালে জাতীয়করণকৃত সিরাজ উদ্দিন মোমোরিয়াল কলেজ নানা চড়াই উৎরাই পার হয়ে নতুন শতাব্দীর প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। একাডেমিক কাউন্সিল তথা সহযোগিতা নিয়ে দৃশ্যমান উন্নয়ন তথা শিক্ষা বিস্তারে কলেজটি সুনাম অর্জনে সক্ষম হয়েছে।
কিন্তু কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আঃ খালেক তালুকদারের পুত্র গোলাম কিবরিয়া তারিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে, তার পরিবার শিক্ষক ও কর্মচারীদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ ষ্ট্যাষ্টাস দিয়ে কলেজের সুনাম নষ্ট করার পায়তারা চালিয়ে যাচ্ছে। যা শিক্ষা বিস্তার ও কলেজ উন্নয়নের চরম অন্তরায়। দক্ষিণাঞ্চলের শ্রেষ্ঠ এ বিদ্যাপিঠের শিক্ষা কার্যক্রম ও উন্নয়নকে গতিশীল রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।