সৌদি আরবে ২৪ ঘণ্টায় ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের বিরুদ্ধে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা’ ও ‘বিশ্বাস থেকে সরে’ যাওয়ার অভিযোগ ছিল।
গতকাল সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ৮১ জনের মধ্যে ৭ জন ইয়েমেন ও একজন সিরিয়ার নাগরিক রয়েছেন।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবে এটি সবচেয়ে বড় গণহারে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত বছর একই দিনে ৬৭ জনের এবং এর আগের বছর ২৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। গতকাল সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসপিএ জানায়, ‘যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের বিরুদ্ধে হত্যাসহ নানান অভিযোগ আছে।’ ‘এ ছাড়া, আইএস, আল কায়েদা ও হুতিসহ বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগও আছে।’
সৌদি আইন অনুযায়ী অভিযুক্তদের যথাযথ আইনি সহায়তা দেওয়া হয়েছিল বলেও এসপিএ জানিয়েছে।