সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইতে আয়োজিত এক্সপো ২০২০ আয়োজনে অংশ নিচ্ছেন নগর বাউল জেমস। গাইবেন ভারত ও পাকিস্থানের অন্যতম ব্যান্ড দল ইউফোরিয়া ও স্ট্রিংস-এর সঙ্গে।
রবিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় তাকে দেখা যাবে দুবাই এক্সিবিশন সেন্টার (ডিইসি এরিনা) মঞ্চে।
এরআগে সন্ধ্যা সাড়ে ছয়টায় দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে ডিইসি’র প্রবেশ ফটক। তবে বিনামূল্যে এই কনসার্ট দেখার কোন সুযোগ নেই।
কনসার্ট দেখতে হলে দুবাই এক্সপোর ওয়েবসাইট থেকে একজন দর্শকের জন্য ৫০ দেরহাম খরচ করে নাম তুলতে হবে প্লাটিনাম লিস্টে।
যা বাংলাদেশী মুদ্রায় এক হাজার দুইশত টাকার মতো। এরপর কর্তৃপক্ষ প্রদত্ত কিউআর কোড সম্বলিত ডিজিটাল টিকিট পাবেন দর্শকেরা। যা প্রদর্শন করে তবেই প্রবেশ করা যাবে অনুষ্ঠান স্থলে।
এক্সপোতে অংশগ্রহণ করতে রবিবার (১৩ মার্চ) ভোরে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন জেমস। একইদিন সন্ধ্যায় এই ট্রাই-নেশন কনসার্টে অংশ নেবেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে ১৫ মার্চ আবারও দেশে ফিরবেন নগর বাউল।