তুরস্কের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটাতে আঙ্কারা সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। এ সময় তিনি তুরস্কের প্রেসিডেন্ট তুর্কি প্রতিপক্ষ রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করবেন। ২০০৭ সালের পর এই প্রথম ইসরায়েলের কোনো প্রেসিডেন্ট তুরস্ক সফরে গেলেন।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের দুই দিনের সফরে তিনি আঙ্কারা ও ইস্তাম্বুল সফর করবেন। সফরসূচি অনুযায়ী তিনি আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার দেশটিতে থাকবেন। এ সময় দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক ও আঞ্চলিক ইস্যুগুলো আলোচনায় প্রাধান্য পাবে বলে আশা করছেন উভয় দেশের নেতারা। এ ছাড়া তুরস্কে ও ইউরোপে ইসরায়েলি গ্যাস সরবরাহের বিষয়টিও উঠে আসতে পারে এই আলোচনায়।
এদিকে এই বৈঠক প্রসঙ্গে এরদোয়ান বলেছেন, ‘জানুয়ারিতে ঘোষিত এই সফর একটি “নতুন যুগের” সূচনা করবে এবং ইউরোপে ইসরায়েলি গ্যাস সরবরাহের জন্য দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।’
ফিলিস্তিন ইস্যু ছাড়াও দেশ দুটির মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। বিশেষ করে তুর্কি জাহাজ মাভি মারমারায় ইসরায়েলি হামলায় ১০ বেসামরিক ব্যক্তির মৃত্যুর পর। মাভি মারমারা জাহাজটি ২০১০ সালে গাজায় আরোপিত ইসরায়েলি অবরোধ অমান্য করে গাজাবাসীর জন্য রসদের সরবরাহ নিয়ে যাচ্ছিল। তারপর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থগিত হয়ে যায়।
তবে দীর্ঘ সময় পর, ২০১৬ সালের একটি চুক্তির ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আবার শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু ফিলিস্তিনি নাগরিকদের ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে সম্পর্ক আবারও নিচের দিকে নেমে যায়। সে সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছিল। প্রতিক্রিয়ায় তুরস্ক আবারও ইসরায়েল থেকে কূটনীতিকদের প্রত্যাহার করে এবং পরের বছর দেশটি থেকে ইসরায়েলের রাষ্ট্রদূতকে বের করে দেওয়ার নির্দেশ দেয়। সে কারণে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও নিম্নমুখী হয়।
যদিও ইসরায়েলের প্রেসিডেন্ট একটি আলংকারিক ও আনুষ্ঠানিক পদ। ফলে যেকোনো সমঝোতার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের অনুমোদনের প্রয়োজন। তবে বিশ্লেষকদের ধারণা, হেরজগের এই সফর সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলেই বিবেচিত হবে।
এর আগে সর্বশেষ ২০০৭ সালে ইসরায়েলের প্রেসিডেন্ট এবং ২০০৮ সালে দেশটির প্রধানমন্ত্রী তুরস্ক সফরে গিয়েছিলেন।