খুলনার বাজার থেকে সয়াবিন তেল গায়েব হয়ে গেছে। গত দুই দিন ধরে পাইকারি ও খুচরা বাজারে মিলছে না ভোজ্যতেল। মজুতদাররা গোপনে বিক্রি করছেন অতিরিক্ত মূল্যে। সয়াবিন তেল যখন সোনার হরিণ তখন পেঁয়াজের মূল্য নিয়ে চলছে তেলেসমাতি।
খুলনা বড় বাজার, কালিবাড়ি বাজার, নতুনবাজার, রূপসা বাজারসহ বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার ঘুরে কোথাও সয়াবিন তেলের দেখা মেলেনি। ২-১টি দোকানে খোলা সয়াবিন তেল বিক্রি করতে দেখা গেলেও ক্রেতা বুঝে লিটার প্রতি দাম হাঁকা হচ্ছে ১৮৫ টাকা পর্যন্ত। বোতলজাত সোয়াবিন তেলও উধাও হয়েছে।
খুচরা ব্যবসায়ীরা এই সংকটের জন্য পাইকারদের দুষছেন। তাদের দাবি, বিপুল পরিমাণ তেল মজুদ করা হয়েছে। তবে এই অভিযোগ মানতে নারাজ পাইকাররা।
এদিকে, খুলনায় পেঁয়াজের সবচেয়ে বড় আড়ৎ নগরীর কদমতলায় বেচাকেনা নেই বললেই চলে। খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে লাগামহীনভাবে। এখানেও মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের তৎপরতা চোখে পড়েনি। তবে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, আমরা বাজার মনিটরিং করছি, যাতে কোনো অস্থিরতা তৈরি না হয়।