শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধঃ হবিগঞ্জ জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। (০৬/০৩/২২) রোজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এসএম মুরাদ আলি, প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন।
২৪ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদঘাটন, পেশাদার অপরাধীও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় ৩য় বারের মতো উল্লেখ যোগ্য সাফল্যে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন।
অভিন্ন মানদন্ডের আলোকে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন সেকেন্ড অফিসার মোঃ শামছুল ইসলাম, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই (নিঃ) মোঃ তোহা, বানিয়াচং থানা, হবিগঞ্জ
সম্মাননা স্মারক গ্রহন করেন।
এই সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হবিগঞ্জ মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, হবিগঞ্জ, মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হবিগঞ্জ, মহসিন আল মুরাদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মাধবপুর সার্কেল, হবিগঞ্জ।