রাজধানীর বারিধারা জে ব্লকের পেছনে নয়ানগর ফাসেরটেকে ভাঙারি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
রোববার (৬ মার্চ) আনুমানিক দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগে ভাঙারি বেশ কয়েকটি দোকানে। সেখানে থাকা ৭-৮টি ভাঙারি দোকানের সবগুলোই প্রায় পুড়ে গেছে। দোকানগুলোর পাশেই থাকা গাড়ির ওয়ার্কশপ ক্ষতিগ্রস্ত হয়নি আগুনে। বাতাসের বেগ উল্টোদিকে থাকায় সেগুলা রক্ষা পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছায় অগ্নিকাণ্ডের কিছুক্ষণ পর। এ দুর্ঘটনায় এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কোটি টাকার ভাঙারি পণ্য পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে এলাকাবাসী। তারা জানায়, গত বছরেও একই জায়গায় আগুনের ঘটনা ঘটেছিল।
Drop your comments: