
‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিনি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল আকন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রীতিকণা বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম আহমাদ, আলফাডাঙ্গা থানা উপ-পরিদর্শক আবু শহীদ, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হারুনুর রশীদ, সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ হোসেন, রুপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের রিজিওনাল র্কো-অডিনেটর ও ফরিদপুর সার্ভিস সেলের ইনচার্জ এনামুল হক রুবেল প্রমুখ।