
এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলার কর্মরত সাংবাদিকদের জন্য “মোবাইল সাংবাদিকতা বিষয়ক ৩দিন ব্যাপী এক প্রশিক্ষণ” শুরু হয়েছে। সোমবার (০১ মার্চ) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এই প্রশিক্ষণের আয়োজনে জেলার ৩৫ জন বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা স্বাস্থ্যবিধি মেনে এতে অংশ নিয়েছেন। অনুষ্ঠিত ৩দিন ব্যাপী প্রশিক্ষণে ভিডিও রেকডিং, ভিডিও সম্পাদনা ও স্টোরি তৈরিসহ নীতিমালার উপর প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা । এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার, প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষন প্রদান করেন শাহোস মোস্তাফিজ, পিআইবির প্রশিক্ষক মো: শাহ আলম সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।