আবু তালহা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ থানাধীন চাঁন্দাইকোনা বাইপাস মোড়ে জমজম হোটেলের সামনে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১২’র সদস্যরা।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২ টারদিকে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের কে গ্রেফতার করে। এসময় তাহাদের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহিৃত ০২ টি মোবাইল ফোন এবং নগদ ১৮০০/-(এক হাজার আটশত) টাকা জব্দ
করা হয়।
গ্রেফতারকৃত আসামীররা হলেন, ঢাকার দক্ষিন কেরানিগঞ্জের ইকুরিয়া গ্রামের শ্রী জানু মজুমদারের ছেলে ( নওমুসলিম) মোঃ মিলন মজুমদার রতন(৩০) ও মুন্সিগঞ্জের কাজীবাড়ী থানার বাগড়া গ্রামের বজলু কাজীর ছেলে মোঃ রোমান কাজী(১৯) তাদের কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় মামলা দায়ের করতে উদ্ধারকৃত আলামতসহ রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।