শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচং থানা পুলিশের অভিযানে চুরিসহ একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামী গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।
(২০ ফেব্রুয়ারি) তারিখ দিবাগত রাতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের, দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এএসআই হারুন অর রশিদ, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে চুরি মামলাসহ বিভিন্ন মামলার ৬টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী ওয়াহাব মিয়া, পিতা- নুর মিয়া, সাং- চমকপুর, থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জ ২টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী চুনু মিয়া, পিতা- আবুল হোসেন, সাং- মন্দরী, থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জকে গ্রেফতার করে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো বলেন সকল প্রকার অপরাধ দমনে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।