২০২৩ সাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে (শুক্র ও শনিবার) দু’দিন ছুটি থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নতুন কারিকুলাম উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
করোনা মহামারির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান চলতি বছরের ২১ জানুয়ারি থেকে বন্ধ আছে। এই ছুটি চলবে ২১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত। এর আগে একই কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল। এরপর ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সীমিত আকারে শ্রেণি শিক্ষা কার্যক্রম চালু হয়। এই সময়ের মধ্যে ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা বিষয় ও সময় কমিয়ে অনুষ্ঠিত হয়।
২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের পাঠদান শুরু হবে। তবে আপাতত খুলছে না প্রাথমিক ও ইবতেদায়ি প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে কঠোরভাবে মানতে হবে করোনার স্বাস্থ্যবিধি। গত ১৭ ফেব্রুয়ারি সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্যটি দেন শিক্ষামন্ত্রী।