হিজাব বিতর্কের জেরে এক সপ্তাহ বন্ধ থাকার পর মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ভারতের কর্ণাটকের হাইস্কুলগুলো খুলেছে। প্রথম দিনে স্কুল ক্যাম্পাসে হিজাব পরে আসলেও ক্লাসে প্রবেশের আগে তা খুলে রেখে দিতে হয়েছে নারী শিক্ষার্থীদের। একই সাথে গেরুয়া উত্তরীয় পরেও স্কুলে কাওকে প্রবেশ করতে দেখা যায়নি। খবর আনন্দবাজার পত্রিকার।
হিজাব নিয়ে বর্তমানে বেশ উত্তপ্ত ভারতের রাজনীতির মাঠ। এখনও এ নিয়ে শুনানি চলছে আদালতে। এরই মধ্যে মঙ্গলবার থেকে হাইস্কুলগুলো খুলে দেয়ার নির্দেশ দেয় রাজ্য সরকার। হিজাব পরে ক্লাসে প্রবেশের বিষয়ে নিষেধাজ্ঞা এখনও বহাল আছে।
তবে উদুপি জেলার বেশ কয়েকজন ছাত্রী অনুরোধ জানিয়েছিলেন, স্কুলের ইউনিফর্মের রঙের সাথে মিলিয়ে হিজাব পরে আসার অনুমতি দেয়া হোক। এ নিয়ে বুধবার (১৬ ফেব্রুয়ারি) শুনানি হবে কর্ণাটক আদালতে।
Drop your comments: