আবু তালহা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে ২৩ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধারা পাচ্ছেন বীর নিবাস। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী ও সন্তানদের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নে সরকার পাকা ঘর তৈরি করে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে প্রথম পর্যায়ে উপজেলায় অসচ্ছল ১১ বীর মুক্তিযোদ্ধাকে সরকারী পাকা ঘর বরাদ্দ দেয়া হয়। এবং দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ দেয়া হবে ২৩ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা কে।
বরাদ্দ প্রক্রিয়ার জন্য উপজেলা নির্বাহি কর্মকর্তা মেরিনা সুলতানাকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে স্থানীয় এমপি মহোদয়ের প্রতিনিধি হিসাবে রয়েছেন শাহাদত হোসেন ফিরোজী, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে রয়েছেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী কর্মকর্তা (এলজিইডি) আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুজ আলী।
উপজেলায় প্রথম পর্যায়ে ১১ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণের কাজ চলমান রয়েছে এতে প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যসচিব হিসেবে রয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল রহমান জোয়ারদ্দার। দ্বিতীয় পর্যায়ে পাঁচ সদস্যের বরাদ্দ প্রক্রিয়া কমিটি যাচাই-বাছাই এর কাজ শুরু করেছে। যাচাই-বাছাই শেষ হলে দ্বিতীয় পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন কমিটি কাজ শুরু করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কামারখন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল রহমান জোয়ারদ্দার জানান, প্রথম পর্যায়ের বীর মুক্তিযোদ্ধাদের ১১ টি ঘর নির্মাণকাজ শেষ হতে আর একমাস সময় লাগতে পারে। কাজটি ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এনামুল হক কে দেওয়া হয়েছে। আমরা নিয়মিত নির্মাণকাজ পরিদর্শন করছি। দ্বিতীয় পর্যায়ে বরাদ্দের জন্য বরাদ্দ প্রক্রিয়া কমিটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা মেরিনা সুলতানা জানিয়েছেন, প্রত্যেকটি বীর নিবাস এর জন্য ১৪ লক্ষ টাকা করে বরাদ্দ দেওয়া রয়েছে। প্রথম পর্যায়ে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত ১১টি বীর নিবাস এর কাজ চলমান রয়েছে। দ্বিতীয় পর্যায়ের জন্য ৪০ টি আবেদন জমা হয়েছে এর মধ্যে বরাদ্দ প্রক্রিয়া কমিটি যাচাই-বাছাই করে ২৩ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা কে বরাদ্দ দিবে।