পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু মানুষের জীবন ও মর্যাদার জন্য যেমন স্বাধীন দেশ চেয়েছিলেন, বাংলাদেশ তেমনি ‘শান্তির সংস্কৃতি’ সমর্থন করে।
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু এমন একটি স্বাধীন দেশ চেয়েছিলেন; যেখানে সবাই নিপীড়ন, ক্ষুধা, অপুষ্টি, অজ্ঞতা ও বিদ্বেষ থেকে নিরাপদ থাকতে পারে।’
শুক্রবার আবুধাবির এমিরেটস সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড সিকিউরিটি স্টাডিজে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈশ্বিক শান্তি ও বিশ্ব নিরাপত্তার রূপকল্প’ শীর্ষক এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি, ন্যায়বিচার ও মানবতার একনিষ্ঠ প্রচারক ছিলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু ‘আইনের শাসনকে’ প্রাধান্য দিয়েছিলেন। বঙ্গবন্ধু কখনোই সহিংসতা বা ঘৃণাকে মেনে নেননি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্ব ও বিশ্ব শান্তির স্বপ্ন বঙ্গবন্ধুর স্বপ্নের মধ্যে নিহিত।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকে গণতন্ত্র ও জনগণের ক্ষমতায়নের জন্য একটি ছয়মাত্রার শান্তিকেন্দ্রিক উন্নয়ন মডেল উপহার দিয়েছেন। সেগুলো হলো-দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণ, বৈষম্য হ্রাস ও লাভজনক কর্মসংস্থান, বৈষম্য হ্রাস, বঞ্চিতদের অন্তর্ভুক্তি, মানব উন্নয়ন ত্বরান্বিত করা এবং শিক্ষা ও প্রযুক্তি প্রদান ও সন্ত্রাসবাদ নির্মূল করা।