কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় র্যাবের পৃথক অভিযানে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ ৭ আসামী গ্রেফতার হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০ টায় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই বার্তায় জানানো হয় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল ৯ ফেব্রুয়ারি দুপুর ২:৩০ হতে বিকাল ৫.২০ পর্যন্ত ‘‘কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর ও মিরপুর থানা এলাকায়’’ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট-৯৯৬ পিছ, যাহার আনুমানিক মূল্য- ২,৪৯,০০০/- (দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার) টাকা, মোবাইল ফোন ৫টি, সীম ৬টি, নগদ-৮৯৩০/- টাকাসহ ৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন তাজ উদ্দিন আহমেদ (৩০), খোকন মীর (৩৫), আজাদ আলী (৩৮), আলী শেখ (২৩), খোকন শেখ (৪৫), বিজন শেখ (২৪) ও রুবেল শেখ (২৯)। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর ও মিরপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের’কে কুষ্টিয়া সদর ও মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।