তিমির বনিক, মৌলভীবাজার থেকে: মৌলভীবাজারের কুলাউড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্থানীয় বিদ্যুৎ উপকেন্দ্রের দুই কর্মী নিহত হয়েছেন।
আজ রোজ রোববার (৬ই ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪ ঘটিকার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের লোয়াইইনি চা-বাগান এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী ২ জন কুলাউড়া বিদ্যুৎ কেন্দ্রে চাকুরীরত ছিলেন। এদের ২জনের পরিচয় বিদ্যুৎ কেন্দ্র থেকে জানা যায়,তারা হলেন কুমিল্লা জেলার বাসিন্দা বুলবুল মিয়া (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা ফখর উদ্দিন (২৫)। তাঁরা কুলাউড়া বিদ্যুৎ উপকেন্দ্রের কর্মচারী হিসেবে দায়িত্বেরত ছিলেন।
Drop your comments: