সরকার সার্চ কমিটি নয়, আওয়ামী খাস কমিটি গঠন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী আহমেদ বলেন, সার্চ কমিটি মনোনীত কমিশন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই। গত দুইবারের মতো ভোট ডাকাতি করতে আওয়ামী কমিশন গঠনই এই সার্চ কমিটির লক্ষ্য। কমিটির সদস্যরা আওয়ামী লীগের সঙ্গে জড়িত বলেও দাবি করেন রিজভী।
Drop your comments: