মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: সীমান্তবর্তী শার্শার গোড়পাড়া এলাকা থেকে জুয়ার সরঞ্জামসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার বেলা ১২টার দিকে আটক আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, শার্শার তেবাড়িয়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে মো. ইসমাইল হোসেন(৩২), ওলিয়ার রহমানের ছেলে মো. তরিকুল ইসলাম(৩১), মৃত মোসলেম সর্দারের ছেলে জিয়া সরদার(৪৫), ইরফান সর্দারের ছেলে সাইফুল ইসলাম(৩৫) ও জয়নালের ছেলে আবুল হাসেম(৫০)।
এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে জুয়া খেলার আসর থেকে জুয়ার সরঞ্জামসহ ৫জনকে আটক করে। আটক আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Drop your comments: