ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলি বলেছেন, হুথি সন্ত্রাসীদের আক্রমণ ঠেকাতে সংযুক্ত আরব আমিরাতের পাশে ফ্রান্স দাঁড়াবে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) এক টুইট বার্তায় তিনি লেখেন, গত জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাত হুথি সন্ত্রাসীদের আক্রমণের শিকার হচ্ছে। আর উপসাগরীয় একমাত্র মিত্র দেশ আমিরাতের আকাশসীমা রক্ষার জন্য আমরা তাদের পাশে দাঁড়াবো।
তিনি আরও বলেন, মিত্র দেশটির বিপদের সময় সংহতি জ্ঞাপনের অংশ হিসেবে ফ্রান্স সব ধরনের সামরিক সহযোগিতা দিতে প্রস্তুত। পাশাপাশি দেশটির আকাশসীমা রক্ষায় যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় ও পদক্ষেপ গ্রহণে ফ্রান্স প্রস্তুত রয়েছে।
Drop your comments: