![InShot_20220201_205244077](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/02/InShot_20220201_205244077-scaled.jpg)
সরকার রেমিট্যান্স প্রেরণকারীদের জন্য নগদ ভর্তুকি বাড়ানোর পর জানুয়ারিতে রেমিট্যান্স ৪ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে প্রবাসী বাংলাদেশিরা ১ দশমিক ৭০ বিলিয়ন ডলার পাঠিয়েছেন, যা আগের মাসের তুলনায় ৪ দশমিক ৫২ শতাংশ বেশি।
গত বছরের অক্টোবরের পর এটিই সর্বোচ্চ রেমিট্যান্স। সেসময় এসেছিল ১ দশমিক ৬৪ বিলিয়ন ডলার।
এর আগে সেপ্টেম্বরে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়ায় ১ দশমিক ৭২ বিলিয়ন ডলারে।
তবে গত বছরের জানুয়ারির তুলনায় এই বছরের জানুয়ারিতে রেমিট্যান্স কমেছে ১৩ দশমিক ১২ শতাংশ। সেসময় রেমিট্যান্স এসেছিল ১ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, যে সরকারের বর্ধিত নগদ প্রণোদনা মূলত রেমিট্যান্সে ইতিবাচক প্রভাব ফেলেছে।
রেমিট্যান্সের নিম্নমুখী প্রবাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভে বিরূপ প্রভাব পড়ায় গত ১ জানুয়ারি সরকার অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর জন্য নগদ প্রণোদনা ২ শতাংশ থেকে আড়াই শতাংশে উন্নীত করে।
গত বছরের আগস্টে রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করে, তারপরই হ্রাস পেতে শুরু করে এবং গত ২৬ জানুয়ারি এটি ৪৫ দশমিক ১৩ বিলিয়নে দাঁড়ায়।