![InShot_20220201_185503253](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/02/InShot_20220201_185503253-scaled.jpg)
এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভূক্ত ২ ও মাদক মামলায় ৪ জনসহ মোট ৬ জন আসামীকে আটক করেছে থানা পুলিশ।
৩১ জানুয়ারী’২২ ইং সোমবার রাতে বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভূক্ত গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের ছমদ আলী সিকদার বাড়ীর মোক্তার আহমদের পুত্র জাকের হোসেন প্রকাশ জাকের আহমদ (৪০),পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি এলাকার মৃত ছালেক আহমদের পুত্র জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। অন্য এক অভিযানে মাদক মামলায় কক্সবাজার জেলার মহেশখালী থানার বড় মহেশখালী সিপাহীপাড়া এলাকার আব্দু শুক্কুরের পুত্র আব্দুল গফুর (৪৫), টেকনাফ থানার হৃীলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রঙ্গিয়াখালী এলাকার মৃত সোলাইমানের পুত্র নুর আলম (৪৫), টেকনাফ থানার ডি ব্লক মোহছনি রোহিঙ্গা ক্যাম্প এলাকার মৃত আবুল কাছিমের পুত্র নুরুল হক (২০), উখিয়া থানার ডি ৪ ক্যাম্প-২ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকার মৃত লাল মিয়ার পুত্র হোছন মোবারক (২০) গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদে বাঁশখালী থানা পুলিশ বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভূক্ত ২ জন ও মাদক মামলায় ৪ জনসহ মোট ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান,আইনি প্রক্রিয়া শেষে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।