সংযুক্ত আরব আমিরাতের শারজায় ট্রাভেল এজেন্সি মালিকদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫০ বছর উদযাপন ও শারজাহ রুটে ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার স্থানীয় পাঁচ তারকা হোটেলে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। বাংলাদেশ বিমানের রিজিওনাল ম্যানেজার শাকিয়া সুলতানার সভাপতিত্বে ও অফিস কর্মকর্তা আয়েশার উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানের জেনারেল ম্যানেজার দিলীপ কুমার চৌধুরী, দুবাই কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, শারজাহ জিএসজি ট্রান্সওয়ার্ল্ডের ম্যানেজার রয়সন সানিসহ বিমানের দুবাই ও উত্তর আমিরাতের কর্মকর্তারা।
এসময় বক্তারা বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শুধু আর্থিক প্রতিষ্ঠান নয় বরং; এটি দেশের প্রতিনিধিত্বকারী এয়ারলাইন্স। তাই বিমান সব সময় যাত্রীদের সর্বাত্মক সেবা দেওয়ার চেষ্টা করে। ১৯৭২ সালে চালু হওয়া বিমান দেশ-বিদেশের বাংলাদেশি যাত্রীদের সহযোগিতা বিশ্বের বিভিন্ন দেশে ফ্লাইট পরিচালনা করছে।
জেনারেল ম্যানেজার দিলীপ কুমার চৌধুরী বলেন, মার্চ মাস থেকে যাত্রীরা নিজেই বিমানের টিকেট অনলাইনে বুকিং দিতে পারবেন৷ এসময় তিনি ট্রাভেল এজেন্সিদের প্রতি আহ্বান জানান যাত্রীদের জন্য বিমানের নির্ধারিত ভাড়ায় যেন টিকেট দেওয়া হয়৷ এসময় আরও বলেন, “অন্যান্য এয়ারলাইনসের চেয়ে সব সময় বিমানের ভাড়া কম। আগামীতে আরও সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিমান চেষ্টা করে যাচ্ছে।”
উল্লেখ্য , ২৬ জানুয়ারি থেকে শারজাহ-চট্টগ্রাম-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু করেছে। ঢাকা-শারজাহ – চট্টগ্রাম রুটে সপ্তাহে চারটি করে ফ্লাইট পরিচালনা করবে।