এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার বাঁশখালী পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে নতুন পৌর মেয়র নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট তোফাইল বিন হোসাইন। তিনি পেয়েছেন ১৪,৩৪৫ ভোট।
১৬ জানুয়ারী’২২ ইং রোববার সকাল ৮ টায় ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৫ টায় শেষ হয়। কনকনে শীতের সকালেও নারী-পুরুষ ভোটাররা বিপুল উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে ভোট কেন্দ্রে আসতে থাকে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সুশৃংখল ও সৌহার্দ্যপুর্ন পরিবেশে একনাগারে ভোট গ্রহন প্রক্রিয়া চলে। এবারের বাঁশখালী পৌর নির্বাচনে শতভাগ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ইলেক্ট্রিক ভোটিং মেশিন(ইভিএম) এ। নির্বাচনে সরকার দলীয় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এডভোকেট তোফাইল বিন হোসাইন ১৪,৩৪৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়। প্রতিদ্বন্ধী মোবাইল মেয়র প্রার্থী বিএনপি নেতা সাবেক বাঁশখালী পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী মোবাইল প্রতীক নিয়ে শুরু থেকে নির্বাচনী মাঠে প্রচার -প্রচারনায় থেকে নির্বাচনে অংশগ্রহন করলেও নির্বাচনের দিন বিভিন্ন ভোট কেন্দ্রে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করার ঘোষনা দিয়ে তাঁর কর্মি সমর্থকদের নির্বাচনের মাঠ থেকে তুলে নিলেও সকাল সাড়ে ১১ টার পুর্ব পর্যন্ত মোবাইল প্রতীকে ১৩৬৪ ভোট পেয়েছেন।
সংরক্ষিত ৩ টি মহিলা আসনে নির্বাচিত হয়েছেন, ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে রোজিনা আক্তার (জবা ফুল), ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে রোজিয়া সুলতানা (আনারস), ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে ছাদেকা নুর বিউটি (আনারস)। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, ১নং ওয়ার্ডে আনসুর আলী তালুকদার (উটপাখি), ২ নং ওয়ার্ডে কাঞ্চন কুমার বড়ুয়া (পাঞ্জাবি), ৩ নং ওয়ার্ডে জামশেদ আলম(ব্রিজ), ৪নং ওয়ার্ডে আরিফ মঈনুদ্দিন (পাঞ্জাবি), ৫ নং ওয়ার্ডে মোহাম্মদ ইসহাক(উটপাখি), ৬ নং ওয়ার্ডে আকতার হোসেন (ব্রিজ), ৭ নং ওয়ার্ডে আবদুল গফুর(ব্রিজ), ৮ নং ওয়ার্ডে প্রনব দাশ (ব্ল্যাকবোর্ড), ৯ নং ওয়ার্ডে বদিউল আলম(টেবিল ল্যাম্প)।