পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগে বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে প্রকাশ্যে এক নারীকে ১০০ এবং পুরুষকে ১৫ বার বেত্রাঘাতের শাস্তি দেয়া হয়েছে। খবর গার্ডিয়ানের।
প্রতিবেদনে বলা হয়, ওই নারী পরকীয়ায় থাকার কথা স্বীকার করলেও ওই পুরুষ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। ওই পুরুষ ব্যক্তি বিবাহিত এবং আচেহ প্রদেশের মৎস্য সংস্থার প্রধান ছিলেন।
আচেহ প্রদেশের পাবলিক প্রসিকিউটর দফতরের তদন্ত বিভাগরে প্রধান ইভান নাজ্জার আলভি বলেন, ওই নারী বিয়ে বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি তদন্তকারীদের কাছে স্বীকার করেছেন। তবে ওই পুরুষকে দোষী সাব্যস্ত করা কঠিন ছিল কারণ তিনি নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন।
বিচারকদের দেয়া রায় অনুযায়ী ওই নারী ও পুরুষকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা এ ঘটনার নিন্দা জানিয়েছে।