কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামকে আলাদা করেই মানে রাখবে আবাহনী লিমিটেড। এক মাসও হয়নি এই মাঠ থেকে স্বাধীনতা কাপের শিরোপা জিতে নিয়েছিল তারা। এবার তারা জিতে নিল ফেডারেশন কাপের শিরোপাও।
অথচ গত তিন বছর শিরোপা শূন্য দলটি। রোববার বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপের ফাইনালে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে দলটি।
কমলাপুরে এদিন বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপের ফাইনালে রহমতগঞ্জকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে আবাহনী। চার বছর পর ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুলল তারা। এ আসরে এটা তাদের ১২তম শিরোপা।
Drop your comments: