
মসজিদুল হারাম ও মসজিদে নববীতে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম পুনরায় জারি করেছে সৌদি আরব। গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের পর বুধবার এই ঘোষণা দেওয়া হয়। করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাব কমে আসাতে অক্টোবরে এই দুটি মসজিদ থেকে স্বাস্থ্যবিধি শিথিল করা নেওয়া হয়েছিল। সৌদি গেজেট এখবর জানিয়েছে।
বুধবার সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদুল হারামে মুসল্লি ও ওমরাহ পালনকারীদের সামাজিক দূরত্ব মেনে চলার ব্যবস্থা পুনরায় জারি করা হবে। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৭টা থেকে নতুন বিধি কার্যকর হবে।
তবে মসজিদে মুসল্লিদের প্রবেশে সংখ্যা কমিয়ে আনা হবে কিনা তা জানানো হয়নি।
সৌদি আরবে ৩ কোটি ৪০ লাখ জনসংখ্যার মধ্যে এখন পর্যন্ত ৫ লাখ ৫৪ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে মৃত্যু হয়েছে ৮ হাজার ৮৭৪ জনের। উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে দেশটি।
বুধবার সৌদি আরবে ৭৪৪ জন নতুন আক্রান্ত শনাক্ত হন। যা মধ্য আগস্টের পর সর্বোচ্চ শনাক্ত।
বুধবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, বৃহস্পতিবার থেকে ঘরে ও বাইরে মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের ছড়িয়ে পড়া ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।