সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ের হায়াত রিজেন্সী হোটেলের পাশে বাংলাদেশি মালিকানাধীন আমের সেন্টারের শুভ উদ্বোধন করেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। এটিই প্রথম বাংলাদেশি মালিকানায় ইমিগ্রেশন, ব্যবসায়ী লাইসেন্সসহ এমন সেবামূলক প্রতিষ্ঠান।
বাংলাদেশ বিজনেস ফোরামের ব্যবস্থাপনায় এসময় আরও উপস্তিত ছিলেন আমিরাতের সরকারি কর্মকর্তা ড. আহমেদ আল নুসেইরাত, প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান কামাল হোসেন সুমন, পরিচালক ইসমাইল গণি চৌধুরী, ইবারাহিম আফলাতুন সিআইপি, প্রকৌশলী জহির রায়হান, মোহাম্মদ ইয়াহিয়া, জাফর চৌধুরী, মিহির ব্রাগনোরা, মোহাম্মদ আব্বাস, সিরাজুল ইসলাম সোহাগ।
উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুস সবুর, সিআইপি মাহাবুব আলম মানিক, শামসুল হক মিজান, হাজী শফিকুল ইসলাম, ড. আবুল ফজল, হাবিবুর রহমান, ইয়াকুব সুনিক, আব্দুল মান্নান, আজম খান ও আব্দুল কাদেরসহ অনেকে।
ইমিগ্রেশন, কোম্পানি লাইসেন্স, মিউনিসিপ্যালিটি, ওয়াটার ইলেকট্রিসিটি এবং আদালতের যাবতীয় কার্যক্রমের আমের সেন্টার চালু করতে ১০ জন প্রবাসী বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে সাত কোটি টাকা বিনিয়োগ করেছেন।
সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মত সরকারি প্রতিষ্ঠান আমের সেন্টার পরিচালনা করবেন প্রবাসী বাংলাদেশিরা। এ প্রতিষ্ঠানটি করার পেছনে ১০ জন প্রবাসী বাংলাদেশীর বিন্দু বিন্দু ঘামে অর্জিত ৩ মিলিয়ন দিরহাম বিনিয়োগ করা হয়েছে। যা বাংলাদেশী টাকায় সাড়ে সাত কোটি টাকা।